একবিংশ শতকের সূচনালগ্নে নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র মাইজদী প্রধান সড়কে অবস্থিত ইমপালস মেডিকেল ইন্সসটিটিউট এন্ড ম্যাটস ২০১২ সালে স্থাপিত হয়।
সীমিত পরিসরে যার যাত্রা শুরু, দীর্ঘ ৫ বছর পেরিয়ে আজ নোয়াখালীর শিক্ষাজগতে তার অবস্থান সুদৃঢ় ও নেতৃস্থানীয়। প্রতিষ্ঠার পর থেকেই এই স্থানেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
২০১২ সালে অধ্যক্ষ সিরাজুস সালেক নাজিম স্যারের দায়িত্বভার গ্রহণ করার সাথে প্রতিষ্ঠানের অভিযাত্রা শুরু হয়। সুদীর্ঘ ৫ বছর সফলভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন।
গুণগত শিক্ষা নিশ্চিত করে দক্ষ মানব সম্পদ উপহার দেয়ার লক্ষ্যে বোর্ড ও মন্ত্রনালয়ের নির্দেশনা ও উন্নত বিশ্বের শিক্ষানীতির অনুসৃত নীতি ও পদ্ধতির আলোকে কলেজে চালু হয়েছে শিক্ষাদানের নিজস্ব পদ্ধতি।
প্রথিতযশা সাবেক সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গির আলমের আন্তরিক প্রচেষ্টা ও সঠিক পথনির্দেশনায় এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যদের দক্ষ পরিচালনা ও তত্ত্বাবধানে কলেজটি বর্তমানে পরিচালিত হচ্ছে। যোগ্য অধ্যক্ষের সুদক্ষ পরিচালনা, আন্তরিক, সৎ ও যোগ্য শিক্ষকম-লীর শিক্ষাদান, সুন্দর, স্বচ্ছ ও প্রত্যাশিত শিক্ষার অনুকূল পরিবেশ এবং সুপরিকল্পিত প্রগতিশীল শিক্ষা পদ্ধতির প্রয়োগ কলেজটিকে আজ একটি গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ইমপালস মেডিকেল ইন্সটিটিউট শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও মানবীয় চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে।