ইমপালস মেডিকেল ইন্সটিটিউট (ইংরেজি: IMPULSE Medical Institute (IMI):) বা সংক্ষেপে আই.এম.আই একটি মেডিকেল টেকনোলোজি শিক্ষা প্রতিষ্ঠান। এই ইন্সটিটিউট টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর শিক্ষা মন্ত্রণালয়র এর আওতাধীন কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত। এই প্রতিষ্ঠানটিতে – ডিপ্লোমা-ইন-ল্যাবরেটরি মেডিসিন টেকনোলোজি, ডিপ্লোমা-ইন-ফার্মেসি বিষয়ে পাঠদান করা হয়। কোড নংঃ ৬৮০৫৭ বিস্তারিত জানতে কারিগরি শিক্ষাবোর্ড এর ওয়েব সাইট দেখুন।
ইমপালস মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলঃ বাংলাদেশ রাস্ট্রিয় চিকিৎসা অনুষদ কতৃক অধিভুক্ত .স্বাস্থ্য মন্ত্রাণালয় অনুমোদিত একটি চিকিৎসা বিদ্যালয়।ম্যাটস্ কোডঃ ২-৪৭১