ব্যবস্থাপনা

ব্যবস্থাপনা বিভাগসমূহ:

——————————————————————

চেয়ারম্যান এর দপ্তর:

ইমপালস শিক্ষা পরিবারের চেয়ারম্যান এর দপ্তর হতে পরিচালনা পরিষদ মিটিং এর তারিখ ও স্থান অনুমোদিত হয়। তাছাড়া নতুন ইন্সটিটিউট, ট্রেড, বিভাগ, বিষয়সমুহের অনুমোদন করা হয়। চেয়ারম্যান পরিচালনা পরিষদ সভায় সভাপতিত্ব করেন।

 

পরিচালক এর দপ্তর:

পরিচালক ইমপালস শিক্ষা পরিবারের সচিব ও নির্বাহী প্রধান। পরিচালক চেয়ারম্যান এর অনুমতিক্রমে ইমপালস শিক্ষা শিক্ষা পরিবারের পরিচালনা পরিষদ মিটিং আহবান করেন। পরিষদের মিটিং এ আহবানকৃত প্রতিটি বিষয় মতামত সহকারে উপস্থাপন করেন। অনুমোদিত বিষয় সমূহ বাস্তবায়নের জন্য প্রধান নির্বাহীর ভূমিকা পালন করেন। সকল জনবল নিয়োগ-বিয়োগ, বৃত্তি, ব্যয়পুর্ব চূড়ান্ত আর্থিক অনুমোদন, প্রশাসনিক সিদ্ধান্ত সমূহ প্রমুখ এর দপ্তর হতে চূড়ান্ত অনুমোদন করা হয়।

 

রেজিস্ট্রারার এর দপ্তর:

ইমপালস শিক্ষা পরিবার এর সকল একডেমিক বিভাগ এর রেজিস্টারর এর সেবার দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

ফাইনান্স ও একাউন্টস্ সেবা অফিস:

আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত সকল দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

ইন্ডাস্ট্রি রিলেশন ও প্লেসমেন্ট সেবা অফিস:

এই অফিসটি ইন্ডাস্ট্রি ও একাডেমীর মধ্যে সম্পর্ক স্থাপন ও রক্ষায় কাজ করে। এই বিভাগটির মাধ্যমে ইন্ডাস্ট্রির বর্তমান ও ভবিষ্যৎ দক্ষতার ধরন ও জনশক্তির প্রয়োজন অনুধাবন করা হয়। এ বিভাগটির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ট্যুর আয়োজন করা হয়। তাছাড়া শিক্ষার্থীদের কোর্স শেষ হবার পরে ইন্টার্র্নি সহ প্লেসমেন্টের ব্যবস্থা এই বিভাগ থেকে করা হয়।

 

জনশক্তি বিভাগ:

কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, পোস্টিং সহ কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সকল দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

স্টেট ও ফেসিলিটিজ সেবা অফিস:

স্টেট ও ফেসিলিটিজ সেবা অফিস- এই বিভাগটি প্রতিটি ইমপালস শিক্ষা পরিবার এর প্রতিটি ক্যাম্পাস, ল্যাব, লাইব্রেরী বা অন্যান্য ভৌত অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব পালন করে থাকে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা অফিস:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো এবং ব্যবস্থাপনা সংক্রান্ত সকল দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

লিগ্যাল ও রেগুলেটরি সেবা অফিস:

আইন সংক্রান্ত সকল দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

প্রোমোশন ও কমার্শিয়াল সেবা বিভাগ:
ইমপালস শিক্ষা পরিবার এর কমার্শিয়াল সকল কার্যক্রমের দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

সাধারন প্রশাসনিক সেবা অফিস:

সাধারণ প্রশাসনিক ব্যবস্থাপনা সংক্রান্ত সকল দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

চিকিৎসা সেবা অফিস:

ইমপালস শিক্ষা পরিবার এর সকল কর্মী ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার বিষয়গুলো পরিচালনার দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

অভ্যন্তরীণ নিরীক্ষা সেবা অফিস:

ইমপালস শিক্ষা পরিবার এর আভ্যন্তরীণ নিরীক্ষণের দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত। এই বিভাগ সরাসরি পরিচালনা পরিষদের তত্বাবধানে পরিচালিত।

 

মিডিয়া ও পাবলিক রিলেশন অফিস:

ইমপালস শিক্ষা পরিবার এর গণমাধ্যম যোগাযোগ ও প্রকাশনার দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

রিসার্চ এন্ড ডেভিলপমেন্ট সমন্বয় সেবা অফিস:

ইমপালস শিক্ষা পরিবার এর প্রাতিষ্ঠানিক ও শিক্ষার্থীদের সকল গবেষণা সমন্বয়ের দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

ইমপালস শিক্ষা পরিবার ট্রাস্ট ফান্ড বৃত্তি ব্যবস্থাপনা সেবা অফিস:

ইমপালস শিক্ষা পরিবার এর সকল বৃত্তি সমন্বয়ের দায়িত্ব এই বিভাগ এর উপরে অর্পিত।

 

 

impulsemedical © 2017 Developer : Nogor Brothers Inc.

ইমপালস ম্যাটস কর্তৃক অনুরোধ | করোনা ভাইরাস সুরক্ষায়

করোনা ভাইরাস তথা কোভিড১৯ থেকে সতর্ক থাকুন, আমরা বিশ্বাস করি,সবাই একসাথে শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। ইনশাআল্লাহ। বাংলাদেশ সহ পৃথীবির সবাই মুক্ত হোক সকল বিপদ থেকে। সকল কে ঘরে থাকতে অনুরোধ করছি,বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নিয়মাবলী মেনে চলুন। ধন্যবাদ